সীতাকুণ্ডে দ্রুত গতির সিএনজি অটোরিক্সার ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেখপাড়া বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তার কর্মস্থল থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রাব্বানী জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর নিহত শিক্ষকের লাশ ময়নাতদন্ত ছাড়া তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















