সীতাকুণ্ডে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় মোঃ জসীম উদ্দিন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার ভাটিয়ারী বিএম গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন মিরসরাই উপজেলার হাইতকান্দি এলাকার আমিনুর রহমানের পুত্র তবে তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডে বসবাস করেন এবং নারী উন্নয়ন কর্মী আলেয়া বেগমের স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী বিএম গেইট এলাকায় চট্টগ্রামুখী একটি অজ্ঞাত গাড়ী তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।