সীতাকুণ্ডে লরীর ধাক্কায় ছাত্রদলের সভাপতিসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা আব্দুল মালেক মানিকের পুত্র ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ আরিফ (২৮)। অপরজন একই এলাকার মৃত হাঁছি মিয়ার পুত্র মোহাম্মদ জুয়েল (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে আরিফ ও জুয়েল সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। অক্সিজেন রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি লরী তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুজনই গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, মহাসড়কের বিএম গেইট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মুসকান পানির একটি ভাউচার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পানির ভাউচারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।