সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম ফাহিম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টার সময় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগা হাট এলাকার বৈদ্যপুকুর গ্রামের মোঃ হারুনের পুত্র এবং ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে স্কুলের সামনে ঢাকামুখী একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৪-৫০৬৫) ফাহিমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান, রাস্তা পারাপার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে ঢাকামুখী একটি মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্র মারা যায়। আমরা সংবাদ পাওয়ার আগেই লাশ পরিবার নিয়ে যায়।