সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সেলিম ফকির (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ীর সহকারী রাকিব (২০)।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত সহকারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে ও চালকের লাশ এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানায় নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কের কদমরসুল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে অপর একটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণহীন ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলে নিহত হন ও তার সহকারী আহত হন। নিহত চালক ও আহত সহকারী উভয়ই বগুড়ার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আটকা পড়া চালকের লাশ এবং আহত সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান,, আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে চালকের লাশ এবং আহত সহকারীকে উদ্ধার করেছি। আহত সহকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত চালকের লাশ বারআউলিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, ঘটনার সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত চালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।