চট্টগ্রাম 4:50 am, Monday, 25 August 2025

সীতাকুণ্ডে সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি, থানায় জিডি

দৈনিক আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলামকে হুমকি দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম নিজে বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন। হুমকিদাতা সালাউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (৭ মে) রাতে দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মরহুম কাজী ওসমান গণির দ্বিতীয় পুত্র কাজী মো. সালাউদ্দিন আমার দেশ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক সম্পর্কে নানান কুরুচিপূর্ণ কথা বার্তা ও হুমকি-ধামকি দিয়েছেন। প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও উত্তর চট্টলা পত্রিকার রিপোর্টার ইসমাইল হোসেন সেলিমের মুঠোফোনে দেয়া ওই হুমকিতে বলা হয় জহিরুল ইসলাম কিভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে তাও দেখে নেবেন সালাউদ্দীন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এ নেতা সাংবাদিক সেলিমকে শাসিয়ে বলেন, আগামীকাল সকাল ১১টার মধ্যে পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদের বাসায় গিয়ে দেখা করতে এবং সাংবাদিক জহিরুল ইসলামের আহবায়ক কমিটি  থেকে সরে আসতে। এ সময় সালাউদ্দিন সাংবাদিকদের কাকে কোথায় সেট করে দিতে হবে তাও আমি জানি বলে হুমকি প্রদান করেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই নেতার এমন আচরণে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে । প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক দৈনিক সংগ্রাম পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি ও সদস্য সচিব দৈনিক ইনকিলাব পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সুলাইমান মেহেদী সহ সাংবাদিক নেতারা বলেন, প্রেস ক্লাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব কিংবা মতবিরোধ থাকতেই পারে। কিন্তু তাতে বহিরাগত কারো অযাচিত হস্তক্ষেপ অথবা আওয়ামী দোসরদের পুনর্বাসন চেষ্টা সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। তারা অবিলম্বে বিএনপি নেতা সালাউদ্দিনকে এহেন আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় এ নেতার বিরুদ্ধে মানববন্ধন সহ নিউজ বর্জন করা হবে।

সাংবাদিকদের হুমকি বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব বিএনপির কোন অঙ্গসংগঠন নয়। এ সংগঠন নিয়ে কাজী সালাউদ্দিন মাথা ঘামাতে পারেন না। এটি তার সাংগঠনিক কাজ নয়। বিষয়টি আমরা দেখছি।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলামকে বিএনপি নেতার হুমকির বিষয়ে থানায় একটি জিডি নথিভুক্ত হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার সময় হাতেনাতে আসামি আটক

সীতাকুণ্ডে সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি, থানায় জিডি

Update Time : 09:27:22 pm, Thursday, 8 May 2025

দৈনিক আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলামকে হুমকি দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম নিজে বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন। হুমকিদাতা সালাউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (৭ মে) রাতে দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মরহুম কাজী ওসমান গণির দ্বিতীয় পুত্র কাজী মো. সালাউদ্দিন আমার দেশ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক সম্পর্কে নানান কুরুচিপূর্ণ কথা বার্তা ও হুমকি-ধামকি দিয়েছেন। প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও উত্তর চট্টলা পত্রিকার রিপোর্টার ইসমাইল হোসেন সেলিমের মুঠোফোনে দেয়া ওই হুমকিতে বলা হয় জহিরুল ইসলাম কিভাবে প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে তাও দেখে নেবেন সালাউদ্দীন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এ নেতা সাংবাদিক সেলিমকে শাসিয়ে বলেন, আগামীকাল সকাল ১১টার মধ্যে পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদের বাসায় গিয়ে দেখা করতে এবং সাংবাদিক জহিরুল ইসলামের আহবায়ক কমিটি  থেকে সরে আসতে। এ সময় সালাউদ্দিন সাংবাদিকদের কাকে কোথায় সেট করে দিতে হবে তাও আমি জানি বলে হুমকি প্রদান করেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই নেতার এমন আচরণে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে । প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক দৈনিক সংগ্রাম পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি ও সদস্য সচিব দৈনিক ইনকিলাব পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সুলাইমান মেহেদী সহ সাংবাদিক নেতারা বলেন, প্রেস ক্লাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব কিংবা মতবিরোধ থাকতেই পারে। কিন্তু তাতে বহিরাগত কারো অযাচিত হস্তক্ষেপ অথবা আওয়ামী দোসরদের পুনর্বাসন চেষ্টা সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। তারা অবিলম্বে বিএনপি নেতা সালাউদ্দিনকে এহেন আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় এ নেতার বিরুদ্ধে মানববন্ধন সহ নিউজ বর্জন করা হবে।

সাংবাদিকদের হুমকি বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাব বিএনপির কোন অঙ্গসংগঠন নয়। এ সংগঠন নিয়ে কাজী সালাউদ্দিন মাথা ঘামাতে পারেন না। এটি তার সাংগঠনিক কাজ নয়। বিষয়টি আমরা দেখছি।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলামকে বিএনপি নেতার হুমকির বিষয়ে থানায় একটি জিডি নথিভুক্ত হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।