চট্টগ্রামের সীতাকুণ্ডের ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদাকাত উল্লাহ মিয়াজীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর কর্নেল হাটের বাসা থেকে তাকে আটক করা হয়।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা হেফাজতে রাখা হয়েছে। এদিকে গ্রেপ্তারের পর তার নিজ ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহর বিরুদ্ধে সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে দুটি মামলা হয়েছে। আটকের পর এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজীকে চট্টগ্রাম নগরীর কাট্টলির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে চট্টগ্রামে আদালতে পাঠানো হয়েছে।