চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির ফরহাদ হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী ( সাবেক এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মু আলাউদ্দিন শিকদার,
চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম,সীতাকুণ্ড উপজেলার আমীর মওলানা মিজানুর রহমান,ডবল মুরিং থানার আমীর ফারুক আজম,আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি মু তাহের।
আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি আবু ফারহান, সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মু কুতুবউদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলার আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মওলানা আনোয়ার হোসেন, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি এড হুসাইন মুহাম্মদ আশরাফ, এড মহিউদ্দিন হাশেমী,ভাটিয়ারী ইউনিয়ন আমীর মুশাররফ হোসেন মৃধা, সোনাইছড়ি ইউনিয়ন আমীর মু নুরুল ইসলাম সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।