চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় মোঃ দিদারুল আলম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
রবিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার সময় মাদামবিবিরহাট এলাকায় চট্টগ্রামমুখী লেনে শাহী পরিবহনের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে পড়ে। এসময় দুই সড়কের মাঝে ডিভাইডারের উপর দাঁড়িয়ে থাকা মোঃ দিদারুল আলমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় শাহী পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসী ভাটিয়ারীতে আটক করে।
নিহত দিদারুল আলম মিরসরাই উপজেলার মধ্যম আজিবনগর এলাকার ১নং হিঙ্গুরীপাড়ার মৃত কুব্বাত আহমেদের পুত্র। তিনি কদমরসুল এলাকায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন।
উল্লেখ্য যে এনিয়ে সীতাকুণ্ডে ১৯ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন এবং আহত হয়েছেন আরো দুইজন।