চট্টগ্রাম 12:11 pm, Thursday, 31 July 2025

সীতাকুণ্ডে ৪৫ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ম ধাপে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বারৈয়াঢালা ইউনিয়নের ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়। দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, যাদের কোন জমি নেই, নিজস্ব ঘর নেই তাদেরকে দুই শতাংশ করে জমি দেওয়া হবে। শুধু তাই নয় জমির পাশাপাশি তাদেরকে ঘর করে দেওয়া হবে। সমগ্র বাংলাদেশে প্রায় নয় লক্ষ গৃহহীন ছিল সেই নয় লক্ষ গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪৯৪ টি উপজেলার মধ্যে ৪৬৪ টি উপজেলা আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে, এটা কিন্তু একটা অনন্য মাইলফলক। বিশ্বের অনেক ধনি দেশ উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার আপনাদেরকে জমিসহ ঘর দিয়েছে, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে দেশ কে ভালোবেসে নাগরিক হিসেবে যে কর্তব্য রয়েছে সেগুলোর যথাযথ পালন করা এবং আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাদেরকে স্কুলে পাঠাবেন।

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজ সেবা অফিসার লুৎফন নেছা বেগমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি’র পাঁচ নেতা বহিষ্কার; মিরসরাইয়ে গণবিক্ষোভ

সীতাকুণ্ডে ৪৫ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

Update Time : 05:43:40 pm, Tuesday, 11 June 2024

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ম ধাপে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বারৈয়াঢালা ইউনিয়নের ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়। দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, যাদের কোন জমি নেই, নিজস্ব ঘর নেই তাদেরকে দুই শতাংশ করে জমি দেওয়া হবে। শুধু তাই নয় জমির পাশাপাশি তাদেরকে ঘর করে দেওয়া হবে। সমগ্র বাংলাদেশে প্রায় নয় লক্ষ গৃহহীন ছিল সেই নয় লক্ষ গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪৯৪ টি উপজেলার মধ্যে ৪৬৪ টি উপজেলা আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে, এটা কিন্তু একটা অনন্য মাইলফলক। বিশ্বের অনেক ধনি দেশ উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার আপনাদেরকে জমিসহ ঘর দিয়েছে, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে দেশ কে ভালোবেসে নাগরিক হিসেবে যে কর্তব্য রয়েছে সেগুলোর যথাযথ পালন করা এবং আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাদেরকে স্কুলে পাঠাবেন।

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজ সেবা অফিসার লুৎফন নেছা বেগমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।