চট্টগ্রামের সীতাকুণ্ডে হাবিবুর রহমান জিহাদ (১৫) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় সীতাকুণ্ড পৌরসদরস্থ শেখপাড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
নিহত জিহাদ সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের দিদারুল আলমের পুত্র। সে বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার গোডাউন রোডের সোবাহানবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ গত মঙ্গলবার রাতে অটোরিক্সা নিয়ে বাসায় যাচ্ছিল। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ৪ থেকে ৫ জন ছিনতাইকারী তার অটোরিক্সার গতিরোধ করে অটোরিক্সাটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় চালক জিহাদ বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। বুধবার সকালে তারা রক্তমাখা অটোরিক্সাটি বিক্রি করতে যায় মাদামবিবিরহাট এলাকায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই ছিনতাইকারীকে চ্যালেঞ্জ করে তাদের আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ সীতাকুণ্ড জিনিয়াস স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের অর্থিক সমস্যার কারণে মার্চ মাসের শেষের দিকে সর্বোচ্চ ছাড় দিয়ে জিনিয়াস স্কুলে জিহাদকে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ। পড়াশোনা চলাকালীন বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়। পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার বন্ধে পরিবারকে কিছুটা সাহায্য করার জন্য অটোরিক্সা নিয়ে বাহির হয়েছিলেন জিহাদ।
আটকরা হলেন- সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কান্তির হাট গ্রামের বাসিন্দা মোঃ মানিক মিয়ার পুত্র মোঃ বাপ্পি (২২) এবং একই উপজেলার হারামিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ সেলিমের পুত্র মোঃ রাজিব (২৪)। তারাও বর্তমানে সীতাকুণ্ডের পন্থিছিলায় বসবাস করতেন।
এদিকে ছিনতাইকারীদের হাতে খুন হওয়া জিহাদের হত্যাকারীদের ফাঁসির দাবীতে পৌরসদরে সীতাকুণ্ড অটোরিক্সা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন জানান, ছিনতাইকারীচক্র ব্যাটারী চালিত রিক্সা ভাড়া নিয়ে চালককে হত্যা করে। রিক্সাটি বিক্রি করতে গেলে স্থানীয়রা দুইজনকে আটক করে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।