চট্টগ্রামের সীতাকুণ্ডের ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ী ঘাটা এলাকায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি জব্দ করা হয়। যার রেজিঃ নং- (ঢাকা মেট্রো-চ-১৩-৬১০৫) তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, সকালে ঢাকামুখী একটি মাইক্রোবাস ফৌজদারহাট নয়াবাড়ী ঘাটা এলাকায় গলির ভিতরে ঢুকে পড়লে স্থানীয়রা সন্দেহ করে তল্লাশী করার সময় মাইক্রোবাসের চালক দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে একটি মাইক্রোবাস আটক করলে সেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আটককৃত গাঁজার ওজন ৬০ কেজি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















