চট্টগ্রাম 10:21 pm, Saturday, 18 October 2025

সীতাকুণ্ডে ৭নং পৌর ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাতটায় আলম শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নির্বাহী কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আলাউদ্দিন ও পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, বর্তমান সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এবং ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

আরও উপস্থিত ছিলেন, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবসার, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, সাবেক সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দ, মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুফা মাওলা লাকি, সাংগঠনিক সম্পাদক লিপি আখতার, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম এবং ৭নং ওয়ার্ড বিএনপি সদস্য গোলাম মাওলা।

প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বিএনপির আন্দোলন এখন জনগণের আন্দোলন। সীতাকুণ্ডের প্রতিটি ওয়ার্ডে দলের ভিত্তি মজবুত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামকে সফল করতে ঐক্যই হবে আমাদের মূল শক্তি।”

সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী বলেন, “বিএনপি কোনো ব্যক্তির দল নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির প্রতীক। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে।”

সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “রাজপথে ঐক্যই আমাদের জয় এনে দিতে পারে। সীতাকুণ্ড বিএনপি সব সময় সংগ্রামের প্রথম সারিতে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো বলেন, “চট্টগ্রাম-৪ আসন বিএনপির দুর্গ। এই দুর্গ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনই হবে গণতন্ত্র ফিরিয়ে আনার সর্বশেষ সুযোগ।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “দেশের মানুষ আজ অন্যায়, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। বিএনপি এখন কেবল একটি দল নয়, এটি মানুষের মুক্তির প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সীতাকুণ্ড থেকেই পরিবর্তনের সূচনা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে—আর আমরা সবাই মিলে তাঁকে বিজয়ী করব, যাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিতে পারেন।”

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান শামীম বলেন, “৭নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ ও সংগঠিত। আমরা রাজপথেও সক্রিয় থাকব, নির্বাচনের মাঠেও লড়ব। নেতার নির্দেশই আমাদের প্রেরণা।”

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেষে বক্তারা ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে বিএনপি’র পতাকা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ৭নং পৌর ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ৭নং পৌর ওয়ার্ড বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

Update Time : 10:02:38 pm, Saturday, 18 October 2025

আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাতটায় আলম শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নির্বাহী কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আলাউদ্দিন ও পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, বর্তমান সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এবং ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

আরও উপস্থিত ছিলেন, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবসার, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, সাবেক সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দ, মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুফা মাওলা লাকি, সাংগঠনিক সম্পাদক লিপি আখতার, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম এবং ৭নং ওয়ার্ড বিএনপি সদস্য গোলাম মাওলা।

প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বিএনপির আন্দোলন এখন জনগণের আন্দোলন। সীতাকুণ্ডের প্রতিটি ওয়ার্ডে দলের ভিত্তি মজবুত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামকে সফল করতে ঐক্যই হবে আমাদের মূল শক্তি।”

সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী বলেন, “বিএনপি কোনো ব্যক্তির দল নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির প্রতীক। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে।”

সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “রাজপথে ঐক্যই আমাদের জয় এনে দিতে পারে। সীতাকুণ্ড বিএনপি সব সময় সংগ্রামের প্রথম সারিতে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো বলেন, “চট্টগ্রাম-৪ আসন বিএনপির দুর্গ। এই দুর্গ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনই হবে গণতন্ত্র ফিরিয়ে আনার সর্বশেষ সুযোগ।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “দেশের মানুষ আজ অন্যায়, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। বিএনপি এখন কেবল একটি দল নয়, এটি মানুষের মুক্তির প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সীতাকুণ্ড থেকেই পরিবর্তনের সূচনা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে—আর আমরা সবাই মিলে তাঁকে বিজয়ী করব, যাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিতে পারেন।”

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান শামীম বলেন, “৭নং ওয়ার্ড বিএনপি ঐক্যবদ্ধ ও সংগঠিত। আমরা রাজপথেও সক্রিয় থাকব, নির্বাচনের মাঠেও লড়ব। নেতার নির্দেশই আমাদের প্রেরণা।”

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র আন্দোলনে শহীদ সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেষে বক্তারা ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে বিএনপি’র পতাকা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।