রবিবার (১০ মার্চ/২৪) সীতাকুণ্ড আইনজীবী কল্যান সমিতির নবনির্বাচিত কমিটি-২০২৪-২৫ ইং এর সাধারন সভা সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এড. আবুল হাসান মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী এড. মোঃ জাফর উল্লাহ ভূইয়া, বিশেষঅতিথি প্রধান নির্বাচন কমিশনার এড. খালেদ শাহনেওয়াজ, অতিরিক্ত পিপি এড. ভবতোষ নাথ, অতিরিক্ত পিপি এড. জহির উদ্দিন মাহমুদ, সমিতির সহ সভাপতি এড. আবু হায়দার মোঃ নাছির,সহ- সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী, সাংগঠনিক সম্পাদক এড. হুসাইন মুহাম্মদ আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক এড. মোহাম্মদ মিজান, সহ অর্থ সম্পাদক এড. তৌফিক উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য এড. মহিউদ্দিন চৌধুরী, এড. সাইফুল ইসলাম আজাদ, এড. বিক্রম কুমার নাথ, এড. মো. সরোয়ার হোসাইন লাভলু, এড. আতিকুল মান্নান জামশেদ, এড. আনোয়ারুজ্জামান চৌধুরী সাজ্জাদ, এড. আইনুল কামাল,এড. কাজী শাহেদ চৌধুরী, এড. ফয়সাল আহমেদ এড. আশরাফুর রহমান সহ সমিতির সদস্য বৃন্দ।
সভায় সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. আশরাফ উদ্দিন চৌধুরী রাজ্জাক ও সহ সাধারণ সম্পাদক এড. কাশেম কামাল এর সহিত ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।