চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ডের উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু’র সভাপতিত্বে ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর।।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমেদ সলু, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী ও সাবেক কমিশনার সামছুল আলম আজাদ।
এসময় বক্তারা বলেন, আসন্ন দূর্গাপূজা, মনসা পূজা, জন্মাষ্টমী উদযাপনকালে সকল প্রকার অপরাধ মুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে, কোন নেশা পান চলবেনা, নারীদের উত্যক্ত করা যাবেনা, পূজা মন্ডপগুলো থাকবে সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনীর মধ্যে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। এতে কারো সুপারিশ চলবেনা।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক পূজন দে কে নির্বাচিত করা হয়।
অপরদিকে পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোহন পালকে নির্বাচিত করা হয়েছে।
উভয় কমিটি অন্যান্য পদের নেতৃবৃন্দকে নির্বাচিত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।