দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো: নাছির উদ্দিন ভূঁইয়া । সাধারণ সম্পাদক হলেন আবু জাফর মো. সাদেক।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নুরুন্নবী ও অধ্যাপক কফিল উদ্দিন, সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শ্যামল কুমার রায়, মোহাম্মদ অহিদুল আলম, ফারজানা চৌধুরী, ছালা উদ্দিন এবং সাজ্জাদ হোসেন রাসেল।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা এবং সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর নির্দেশনায় গঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
পুনর্গঠিত কমিটির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও লক্ষ্যেই থাকবে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী নেতৃবৃন্দসহ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমরা কাজ করবো।’
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত স্মারকে নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 











