সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আশরাফ আলী জিকু সভাপতি ও একরামুল হক সিফাতকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
গতকাল শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রিয়াজ হোসেন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামরুল হাসান আজাদকে পদে রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাজ্জাদ হোসেন তারেক, কাউসার আক্তার রিয়া, মোঃ নূর উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক হোসেন, সাজ্জাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি আশরাফ আলী জিকু বলেন, আমাকে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব।