চট্টগ্রাম 5:26 am, Tuesday, 21 October 2025

সীতাকুণ্ড পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি’র পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সীতাকুণ্ড পৌরসভা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড নির্বাহী কমিটির উদ্যোগে পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আবুল কালাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলম ও পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার নুরুল হুদা মিন্টু, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবসার, পৌরসভা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, মহিলা নেত্রী মাহফুফা মাওলা লাকী, লিপি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি আজ জাতীয় সংকটের মুহূর্তে জনগণের মুক্তির প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য ঐতিহাসিক এক চ্যালেঞ্জ। নেতাকর্মীদের মধ্যে কোনো বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে। আমাদের সবার দায়িত্ব তাকে জয়যুক্ত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা।”

বিশেষ অতিথি মোঃ ইউসুফ নিজামী বলেন,“দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মাঠের রাজনীতি মানে জনগণের হৃদয়ের রাজনীতি, এখানে লেনদেন নয়, আদর্শই আসল।”

বিশেষ অতিথি একেএম শামসুল আলম আজাদ বলেন,
“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কেন্দ্রবিন্দু। আজ ওয়ার্ড পর্যায়ের নেতারা ঐক্যবদ্ধ থাকলে কেন্দ্রীয় আন্দোলনের ভিত আরও মজবুত হবে। স্থানীয় নেতৃত্বের সংগঠিত ভূমিকা ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। তাই আমি প্রত্যেক ওয়ার্ড কমিটির নেতাকে আহ্বান জানাচ্ছি দলকে শক্তিশালী করতে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন।”

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস বলেন, “নারীরা আজ ঘরে-বাইরে সমানভাবে নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণই হবে বিএনপির সাফল্যের অন্যতম ভিত্তি।”

মোহাম্মদ আলী বলেন, “বিএনপির মূল শক্তি তৃণমূল। তৃণমূলের কর্মীদের সংগঠিত করলেই জাতীয় পর্যায়ে বিজয় নিশ্চিত করা সম্ভব। আমাদের প্রত্যেকে সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।”

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “বিএনপি মানেই গণতন্ত্রের সংগ্রাম। এই সংগ্রাম কেবল দলীয় নয়, জাতির মুক্তির লড়াই। আমরা আদালতে, রাজপথে ও সমাজে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পতাকা উড়িয়ে যাব।”

নুরুল আবসার বলেন, “কৃষক সমাজ বিএনপির মেরুদণ্ড। এই কৃষক সমাজই দেশের অর্থনীতির চালিকা শক্তি। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে বিএনপি-ই একমাত্র ভরসা। আমাদের ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ঢাল।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল কালাম বলেন,“ ৬ নং ওয়ার্ড বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সংগঠিত। এই ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।”

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিগত আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ৬ নং ওয়ার্ডের রাজনৈতিক পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মগধরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি’র পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

Update Time : 09:09:27 pm, Friday, 17 October 2025

আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সীতাকুণ্ড পৌরসভা কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড নির্বাহী কমিটির উদ্যোগে পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ আবুল কালাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলম ও পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার নুরুল হুদা মিন্টু, পৌরসভা কৃষক দলের সভাপতি নুরুল আবসার, পৌরসভা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, মহিলা নেত্রী মাহফুফা মাওলা লাকী, লিপি আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি আজ জাতীয় সংকটের মুহূর্তে জনগণের মুক্তির প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য ঐতিহাসিক এক চ্যালেঞ্জ। নেতাকর্মীদের মধ্যে কোনো বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে। আমাদের সবার দায়িত্ব তাকে জয়যুক্ত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা।”

বিশেষ অতিথি মোঃ ইউসুফ নিজামী বলেন,“দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মাঠের রাজনীতি মানে জনগণের হৃদয়ের রাজনীতি, এখানে লেনদেন নয়, আদর্শই আসল।”

বিশেষ অতিথি একেএম শামসুল আলম আজাদ বলেন,
“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কেন্দ্রবিন্দু। আজ ওয়ার্ড পর্যায়ের নেতারা ঐক্যবদ্ধ থাকলে কেন্দ্রীয় আন্দোলনের ভিত আরও মজবুত হবে। স্থানীয় নেতৃত্বের সংগঠিত ভূমিকা ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। তাই আমি প্রত্যেক ওয়ার্ড কমিটির নেতাকে আহ্বান জানাচ্ছি দলকে শক্তিশালী করতে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন।”

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস বলেন, “নারীরা আজ ঘরে-বাইরে সমানভাবে নেতৃত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণই হবে বিএনপির সাফল্যের অন্যতম ভিত্তি।”

মোহাম্মদ আলী বলেন, “বিএনপির মূল শক্তি তৃণমূল। তৃণমূলের কর্মীদের সংগঠিত করলেই জাতীয় পর্যায়ে বিজয় নিশ্চিত করা সম্ভব। আমাদের প্রত্যেকে সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।”

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “বিএনপি মানেই গণতন্ত্রের সংগ্রাম। এই সংগ্রাম কেবল দলীয় নয়, জাতির মুক্তির লড়াই। আমরা আদালতে, রাজপথে ও সমাজে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পতাকা উড়িয়ে যাব।”

নুরুল আবসার বলেন, “কৃষক সমাজ বিএনপির মেরুদণ্ড। এই কৃষক সমাজই দেশের অর্থনীতির চালিকা শক্তি। কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে বিএনপি-ই একমাত্র ভরসা। আমাদের ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ঢাল।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবুল কালাম বলেন,“ ৬ নং ওয়ার্ড বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সংগঠিত। এই ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।”

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিগত আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ৬ নং ওয়ার্ডের রাজনৈতিক পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।