সীতাকুণ্ড পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক অবঃ সফিউল আলম৷
উক্ত খেলায় চিরপ্রতিদ্বন্দ্বীতা করেন বন্ধু মহল FC বনাম দুর্নিবার FC, এতে ৩-০ গোলে জয় লাভ করে বন্ধু মহল FC একাদশ৷
টুর্নামেন্ট সেরা গোলদাতা নির্বাচিত হন দুর্নিবার FC দলের খেলোয়াড় ইকবাল হোসেন রিদয়৷
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বন্ধু মহল FC দলের আরমান হোসেন৷
টুর্নামেন্ট সেরা গোলকিপার নির্বাচিত হন দুর্নিবার FC দলের গোলরক্ষক আব্দুল কাইয়ুম রাহাত।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন প্রধান উপদেষ্টা মোঃফজলে এলাহী পায়েল৷
নাজমুল হোসেন,সাখাওয়াত হোসেন অভি,আরমান হোসেন বাপ্পি, সাইদুল ইসলাম আরফাত।উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপ-সহকারী কৃষি অফিসার মোঃনাজিম উদ্দিন,,টিকাদান সুপারভাইজার নিজাম উদ্দিন, এডভোকেট আশেক এলাহী সোহেল,,