সীতাকুণ্ড ফ্রেন্ডস ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে মাদামবিবিরহাট নেভি রোডস্ত টার্পে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।
খেলায় লতিফপুর যুব ফাইটার্স ও সলিমপুর সিডিএ’র “মানবতার আলো ” অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সামসুল হুদা, ভাটিয়ারী ইউনিয়নের সভাপতি মোঃ মোশারফ হোসাইন মৃধা, সেক্রেটারী মোঃ জমির উদ্দিন সলিমপুর ইউনিয়নের সেক্রেটারী মহিউদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারী মাহাবুবুর রহমান তারেক, ভাটিয়ারী টিএসি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন, মোঃ ইকরাম, মোঃ সুমন, মোহাম্মদ ওমর ফারুক, মনির উদ্দিন, কামাল উদ্দিন, মোহাম্মদ খুরশীদ আলম ও আলী আক্কাছসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় দুইটি দল যৌথভাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হওয়ায় অতিথিরা দুই দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও টুর্নামেন্টের বিভিন্ন খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ অর্জনকারী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।