চট্টগ্রামে সীতাকুণ্ড মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা য়কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বাড়বকুন্ড সিসিসি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে এ কর্মসূচী পালন করা হয়।
সকাল দশটা থেকে রক্তের গ্রুপ নির্ণয় ৮ম শ্রেণী থেকে দশম শ্রেণির মোট ৩৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আওতায় আনা হয়।
এই রক্তের গ্রুপটি পরীক্ষা করা সকলেরই প্রয়োজন বলে মনে করেন ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা ও সচেতন নাগরিকরা। বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, এ রক্তের গ্রুপটি বিদ্যালয়ের ইউনিক আইডির জন্য একটি জরুরী জিনিস বলে জানান।
তিনি আরো বলেন এ রক্তের গ্রুপ নির্ণয় এটি কোন ল্যাব বা ডায়াগনস্টিকে টেষ্ট করলে ১৫০টাকা দিতে হয়।কিন্তু সীতাকুণ্ড মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির জন্য আমরা সকলে সাধুবাদ জানাই।ভবিষ্যতেও এ কাজগুলো অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।
এসময় সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এস কে টিপু, নয়ন রাজ, এলিট, আকবর, আকরাম, আসিফ, ইমন, বেলাল, নাজিম উদ্দীন, জুয়েল, রবিন প্রমুখ।