আজ ১ডিসেম্বর শুক্রবার সকাল ১০ঘটিকায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অষ্টম শ্রেনী ও সমমানের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর এ মেধাবৃত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদেরকে পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, কুমিরা গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন এর সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ মোঃ আলফাজ, অর্থ সম্পাদক মেহরাজ বিন সিরাজ, মোহাম্মদ ফয়েজ আলী, মোঃ কামরুল হাসান, মোঃ মালিক আজিম, মিতা রিনি নিতু, জয়া শীল, ইয়াসমিন, ডাক্তার রুমা প্রমুখ।
১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা থেকে এবার ১২০ জন পরীক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। খুব শীঘ্রই মেধা যাছাইয়ের ভিত্তিতে ফলাফল ঘোষনা করা হবে জানান সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন।