চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি টিম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রতিনিধি টিম হাসপাতালে এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন তাদের স্বাগত জানান।
পরিদর্শন টিমে ছিলেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, চট্টগ্রাম এর উপ-পরিচালক ডাঃ কমরুল আজাদ, সহকারী পরিচালক ইপিআই ডাঃ হাসনুল মাহামুদ, ইউনিসেফ এর ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট (চট্টগ্রাম বিভাগ) ডাঃ সরওয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর জনস্বাস্থ্য কারিগরি কর্মকর্তা, মিস আরিসারওয়ান সুকনাওরাত, WHO এর SIMO ডাঃ এফ. এম জাহিদ এবং WHO এর অন্যান্য প্রতিনিধি। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
হাসপাতাল পরিদর্শন শেষে পরিদর্শক টিম মাঠ পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে যান। এ সময় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই আখতারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আনোয়ারা বেগম, স্বাস্থ্য পরিদর্শক হাসনা আরা, স্বাস্থ্য সহকারী শারমিন আকতার উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ছিল উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি, প্রক্রিয়া ও মান যাচাই করা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
















