সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারীর) মাধ্যমে সাত নবজাতক জন্ম গ্রহণ করেছে।
গত মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ৮ হতে বুধবার ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারীতে এই সাত নবজাতকের জন্ম হয়। এদের মধ্যে দুই জন ছেলে ও পাঁচ জন কন্যা সন্তান রয়েছে। প্রত্যেক নবজাতক ও তার মা বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মোট সাত জন প্রসূতি মা ভর্তি হন। তার মধ্যে সকল প্রসূতি নরমাল ডেলিভারীতে নবজাতক প্রসব করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত নরমাল ডেলিভারী মাধ্যমে বাচ্চা প্রসব করা হয়। গত ২৪ ঘণ্টায় দুটি ছেলে সন্তান এবং পাঁচটি কন্যা সন্তান স্বাভাবিক প্রসব করা হয়েছে এতে মা ও সন্তানরা সবাই সুস্থ আছে। হাসপাতালে নরমাল ডেলিভারী পাশাপাশি চালু রয়েছে সিজারিয়ান। এছাড়াও বর্হিবিভাগের ৩৫ নং রুমে গর্ভবতী নারীদের নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়। গর্ভাবস্থায় যে কোনো জটিলতা এড়াতে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এসে “প্রসব পূর্ববর্তী যত্ন” (Antenatal Care) এবং “প্রসব পরবর্তী যত্ন” (Postnatal Care ) গ্রহণ করার জন্য অনুরোধ রইলো।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















