২১ মে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে আওয়ামী লীগ নৌকা প্রার্থীর কর্মিদের দ্বারা স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থীর গাড়িতে হামলা,প্রচারে টেক্সি ভাংচুর,হারামিয়াতে নেতাকর্মীদের প্রতি গুলিবর্ষন -মারধর এবং নাগরিক কমিটির প্রার্থীর প্রস্তাবকারি হুমায়ুন কবির এর বাড়িতে হামলার অভিযোগ সহ প্রচারে বাধা প্রদান ও হুমকি-ধমকির প্রতিবাদ এবং তাদের গ্রেফতার চেয়ে এবং স্হানীয় সংসদ সদস্যের প্রভাবমুক্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে
২২ মে সোমবার দুপুর ১২ টায় উপজেলা কমপ্লেক্স আনারস প্রতীকের প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নাগরিক কমিটির মনোনীত আনারস মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আনারস মার্কার প্রাধান নির্বাচনী এজেন্ট রাজিবুল আহসান সুমন। ও স্বতন্ত্র আরেক প্রার্থী মশিউর রহমান বেলাল। এক প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলাল নাগরিক কমিটির প্রার্থী আনারস মার্কা কে সমর্থন করে নির্বাচনী প্রচার প্রচারনা থেকে সরে দাড়ান এবং তার সমর্থকদের আনারস মার্কাকে বিজয়ী করতে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনি, দৈনিক পূর্বকোনের প্রতিনিধি নরোত্তম বনিক, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি অপু ইব্রাহিম, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ সাহেদ, দৈনিক দিগন্ত বার্তার প্রতিনিধি আবদুল হামিদ, নগর বাংলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সজাগ সন্দ্বীপ প্রতিনিধি হাসানুজ্জামান প্রমুখ।