সামাজিক সংগঠন স্বপ্ন ও আগামীর “নিরাপদ জলবায়ু প্রকল্প” এর আওতায় এবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সীতাকুন্ড, ফটিকছড়ি, লোহাগড়া, বাঁশখালি ও হাটহাজারি মেইন রোডের মুখে ৫০০ বাদাম গাছ লাগানোর উদ্দ্যোগ নিয়েছে।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতিক যাত্রী ছাউনি হিসেবে এই বাদাম গাছ বিতরণ কার্যক্রম উদ্ভোদন করা হয়েছে। সীতাকুন্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও বৃক্ষ প্রেমীদের উপস্থিতিতে তাদের হাতে বাদাম গাছের চারা তুলে দেওয়া হয়। এবং প্রতিটি বাদাম গাছকে এক একটি পরিপূর্ণ যাত্রী ছাউনি তে রূপ দেওয়ার জন্য আহ্বান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ গিয়াস উদ্দীন ও ইন্জিনিয়ার লায়ন মোঃ কামরুদ্দোজা।