“স্মার্ট মীরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মীরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা স্মার্ট মীরসরাই বিনির্মাণে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা। বক্তারা আগামীর মীরসরাই গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















