হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলির ১নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যার দিকর উল্লেখিত এলাকার উত্তর ফতেয়াবাদের মাহমুদাবাদ গ্রামের গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত মো. হোসেনের পুত্র মো. সুজনের হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুমুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তাদের দুই থেকে তিন লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডেে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিযন্ত্রণে নিয়ে আসে স্থানীয়রা।