“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে হাটহাজারীতে মহাসমারোহে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর র্্যালী, আলোচনা সভা, সনদপত্র ও প্রশিক্ষনার্থীদের মধ্যে চেক বিতরন কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু রায়হান। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, উপজেলা মহিলা সংস্থার সভাপতি শারমিন ইকবাল রিজভী, ডা,দিলরুবা আকতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যশীর পক্ষ থেকে তিনজন সফল নারী উদ্যোক্তা কে সম্মাননা প্রদান ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের অনুদানানের চেক বিতরন করা হয়।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 
























