হাটহাজারীতে শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর সমঅধিকার, সমসুযোগ,এগিয়ে নিতে হবে বিনিয়োগ “।
শোভাযাত্রার পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মহিলা সংস্থার সভাপতি শারমিন ইকবাল রিজভী। প্রশিক্ষক অথৈ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা।