“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এক আলোচনা সভা ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.আকরাম উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো.নাছির উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন।
সব শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে প্রধান অথিতির উপস্থিতিতে অগ্নি নির্বাপন বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।