হাটহাজারীর ফরহাদাবাদ দরবার শরীফে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর (ক) অন্যতম প্রধান খলিফা আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর (ক) ৮০ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওরশ মাহফিল উপলক্ষে গৃহীত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, রওজা শরীফে গিলাফ অর্পণ, খতমে কোরআন, মিলাদ ও সামা মাহফিল, সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত অনুরক্ত মুরিদান উপস্থিত হন।
আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদ ও আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ওরশ শরীফ উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ফরহাদাবাদ দরবারের মোতোয়াল্লি ও সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (মা.জি.আ)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাম্য, শান্তি ও সম্প্রীতির বার্তাই দেয় মাইজভাণ্ডারী ত্বরিকা ও দর্শন। সুন্নিয়ত ও মাইজভাণ্ডারী ত্বরিকার অনুসৃতির মাধ্যমে ইহজাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তি মিলবে।
ওরশ মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান ফরহাদাবাদী।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মানবতার মুক্তি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী (মা.জি.আ) এবং সর্বশেষ আগত মুরিদান ভক্ত অনুরক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়।