হাটহাজারীতে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
বুধবার (৬ অগাস্ট) সকালের দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনের সময় ক্লাসরুমে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন এনেছে কিনা তা যাচাই করেন। এবং এ বিষয় সচেতন করেন, সাথে সাথে শিক্ষকদেরও ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার না করতে অনুরোধ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.মুসলিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি জানাজানি হলে এমন পদক্ষেপের জন্য সচেতন মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানান উপজেলা প্রশাসনকে। এসময় তারা বলেন, এই ধারা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসবে এবং দ্রুত সময়ে মধ্যে লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লেখাপড়ার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলা রক্ষার্তে এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সস্প্রতি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন এবং দূর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।