হাটহাজারীতে মুহাম্মদ ছালেহ জঙ্গি মাসুদ (৪৪) নামের আরেক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত মাসুদ হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কাঁটাখালিকুল এলাকার কালা মিয়া সওদাগর বাড়ির মরহুম আবুল বাশারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আল আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মাসুদ নিজ কর্মস্থল থেকে ছুটি কাটাতে গত ২৫ মে বাংলাদেশে গ্রামের বাড়িতে আসেন পরে পরিবারের সাথে ঈদুল আযহা পালন করেন। পরিবার নিয়ে ভালই কাটছিলো ছুটির দিন ক্ষণগুলো। কিন্তু হঠাৎ করে গত তিনদিন পূর্বে শনিবার তিনি ব্রেন স্ট্রোক করলে পরিবার সদস্যরা তাকে দ্রুত নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান ব্রেন স্ট্রোক করার কারনে তার দুটি গুরুত্বপূর্ণ রগ ছিড়ে গেছে, দ্রুত অপারেশন করতে হবে। সেই অনুযায়ী সোমবার ১৪ জুলাই অপারেশনও করা হয় তার। অপারেশনের ১ দিন পরই মঙ্গলবার সন্ধা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের পিতা মাসুদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানাজানি হলে স্বজনদের কাঁন্নায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট ইউপি সদস্য সৈয়দ মো.জাহেদ হোসেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, বর্তমানে দেশের বাইরে থাকা নিহতের প্রবাসী দুই ভাই আগামীকাল দেশে আসার পর স্থানীয় হযরত মাওলানা মঈজ উদ্দিন শাহ (রঃ) এর মাজার সংলগ্ন মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, রবিবার ১৩ জুলাই দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মরহুম একেএম শাহাবুদ্দিনের পুত্র দুবাই প্রবাসী সাইফুদ্দিন রুবেলের (৪৫) চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।