হাটহাজারীর মেখলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মেখল ইউনিয়নের কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদ ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ ও হযরত হামিদ শাহ্ রহঃ স্মৃতি সংসদ, প্রবাসী ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এ জশনে জুলুস পালিত হয়। এতে উদ্বোধক ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আবু হানিফ নোমান।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাও. মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ওসমান গনি আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন পেশ ইমাম ও মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো. আসিফ ইকবাল আল কাদেরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের কাজী মো.সোহেল, মো.নাছির উদ্দীন রুবেল, ভূমি দাতা ডাঃ আহমদ কবির,দাতা সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন,গাউসিয়া কমিটি বাংলাদেশ ও হযরত হামিদ শাহ্ রহঃ স্মৃতি সংসদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালেক সুমন প্রমুখ।
জশনে জুলুসে নবী প্রেমী শতশত মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে মেখলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।এসময় বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়।