“সমজ সেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ঘাসফুলের আয়োজনে পিকেএসএফ এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি এস এম সরোয়ারর্দ্দী।
কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,শীতবস্ত্র ও ভাতা বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাসফুলের নির্বাহী পরিচালক মিসেস পারভিন মাহমুদ এফ সি এ। প্রধান আলোচক ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ঘাসফুল প্রধান নির্বাহী আবতাবুর রহমান জাফরী।
গুমানমর্দ্দন সমৃদ্ধির সমন্বয়কারী মোহাম্মদ রেদোয়ানের এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুমানমর্দ্দন প্রবীন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক শফিউল আলম ও ওয়ার্ড কমিটির সভাপতি সুলতানুল আলম চৌধুরী, ইউ পি সদস্য নূরুল আবসার ও বিবি ফাতেমা শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত প্রবীনদের মাঝে শীতবস্ত্র ও ভাতা প্রদান করেন অতিথিবৃন্দ।
মো.আলাউদ্দীন,হাটহাজারী 



















