হাটহাজারীতে একটি জুতার ফ্যাক্টরির গোডাউন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে হাটহাজারী থানাধীন ১নং দক্ষিণ দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ (চসিক) খিল্লাপাড়া (বড়দিঘীর পাড় এলাকার পশ্চিমে) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে উল্লেখিত এলাকার ভাটিয়ারি রোড় সংলগ্ন স্থানে জিয়াংচেং সুজ কোং, (বাংলাদেশ) লি.নামক একটি জুতার ফ্যাক্টরির কারখানার গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রনের চেস্টা করে,পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ও বায়েজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো.আবদুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টাব্যাপি চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।