হাটহাজারীতে জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদ ইউছুফ ও মোহাম্মদ জামাল উদ্দীন নামে দুই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অগাস্ট) সকালের দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উক্ত দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যগণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব শেষে হাটহাজারীর দুই শহীদ এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#