‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যেগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ পালন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২৫ এর বর্ণাঢ্য র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পৌরসভা, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
জানা গেছে, জুলাই আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জীবিত হয়ে এই উৎসব ১৯ শে ফ্রেবুয়ারী পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।