পবিত্র রমজান মাস উপলক্ষে হাটহাজারী পৌরসভা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অপরাধে দুই দোকান মালিক কে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১০মার্চ) বিকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, উক্ত অভিযানে কাচারী সড়কে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কাচারি সড়কের বেঙ্গল হোটেলের ইকবাল কে ১০০০০/- (দশ হাজার) ও ওই হোটেল সংলগ্ন গুদাম দোকানের মালিক মদনবাবু কে ১০০০০/- (দশ হাজার) টাকাসহ মোট বিশ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনায় হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।