হাটহাজারীতে নেশা জাতীয় দ্রব্য পান করে বিষক্রিয়ায় শাকিল (১৭) ও রাসেল (১৮) নামের দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।তারা সম্পর্কে খালাতো ভাই।
রবিবার (২৩ জুন) বেলা ১২ টার দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান দুই কিশোরের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পশ্চিম দেওয়াননগরস্থ কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকা সংলগ্ন রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাসেল ও শাকিল পৌরসভার কাঁচা বাজারে সবজি বিক্রি করতো। ঘটনার দিন শনিবার গভীর রাতে তারা উল্লেখিত এরাকার একটি কালভার্টের উপর বসে দোকান থেকে ক্রয় করা সিরাপ অপর একটি সিসিতে করে মিক্স করে। তবে মিক্স করার জন্য ব্যবহৃত সিসিটা বিষের সিসি ছিলো বলে একটি বিম্বস্থ সূত্র জানিয়েছে। যার কারনে নেশা জাতীয় ওই সিরাপ পান করে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এক পর্যায়ে তারা সেখানে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের মুখে ফেনা বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের ওখানে পড়ে থাকতে দেখলে উদ্ধার করে প্রথমে রাত দেড়টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত সাড়ে তিনটার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত মো.রাসেল পৌরসভার দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াছের পুত্র।
হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা রবিবার দুপুরের দিকে জানান, গতকাল শনিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সালাউদ্দীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে রেফার করেন।
হাটহাজারী মডেল থানার এসআই রহমত উল্লাহ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জানান, খবর পেয়ে আমি লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করতে চমেক হাসপাতালে আসছি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 



















