চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পিঠা উৎসব। ‘বাঙালিয়ানা’ আমেজে আয়োজিত এই উৎসবে শিশুদের জন্য সাজানো হয়েছিল ৯৮ পদের পিঠার পসরা।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ফরহাদাবাদে অবস্থিত কেন্দ্র প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। শুধু পিঠা নয়, দিনব্যাপী আয়োজনে ছিল দেয়ালিকা উন্মোচন, বই ও শীতবস্ত্র বিতরণ, উশু প্রশিক্ষণের উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, তাঁবু জলসা, আতশবাজি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে ছয়টি স্টলে মোট ৯৮ পদের পিঠা প্রদর্শন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানের নামে স্টলগুলোর নামকরণ করা হয়—ডিসি পার্ক পিঠাশালা, হালদা নদী পিঠাশালা, চন্দ্রনাথ পাহাড় পিঠাশালা, ফয়েজ লেক পিঠাশালা, পতেঙ্গা সি-বিচ পিঠাশালা এবং উদালিয়া চা-বাগান পিঠাশালা।
কেন্দ্রের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গমন কান্তি দের সঞ্চালনায় এবং নিবাসী শিশু মো. আসিফ উদ্দিন নাঈমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, বাংলাদেশ উশু ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ্ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক ফারজানা খানম, ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আইয়ুব এবং ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলী আকবর প্রমুখ।
কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, “মূলত নতুন বছর উপলক্ষে শীতের মৌসুমে শিশুদের বাঙালি জাতিসত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াসেই আমাদের এই আয়োজন।”
পরে অতিথিরা পিঠার স্টল পরিদর্শন করেন এবং রাতে বিশেষ নৈশভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















