চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজায় প্রতিমা কারুকার্য প্রস্তুত করার স্থান পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালের দিকে তিনি উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটস্থ দয়াময়ী কালীবাড়ী ও শ্রীমন্তপাল বাড়ীর স্থানগুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার মো.আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, হাটহাজারী পূজা পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ন আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, জেলার সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সদস্য নাথুরাম ধর, সদস্য অপি দাশ, ঋষিকেশ খাস্তগীর, রনি দাস রকেট প্রমূখ।
এসময় জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনের পক্ষ থেকে পুজায় সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা সহ প্রত্যেকটা পুজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার জন্য মন্ডপ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, উপজেলার পূজা সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ যথেষ্ট ভূমিকা পালন করবেন।