হাটহাজারীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হকের নেতৃত্বে তার অনুসারীদের অংশগ্রহণে শান্তি ও সম্প্রীতি সমাবেশ এবং সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) বিকালের সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌরসদরের বাস স্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এস এম ফজলুল হক বলেন, দানবীয় শাসনের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বমহলের শান্তি সম্প্রীতি বজায় রাখা এখন নৈতিক দায়িত্ব। কোনক্রমে আর যেন দুর্বৃত্তায়নের সৃষ্টি না হয় সেদদিকে শান্তিকামী জনসাধারণকে সজাগ থাকার সতর্ক থাকার আহবান জানান।
সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হারুন অর রশীদ চেয়ারম্যান, নুরুন্নবী তালুকদার, গাজী জাফর আলম,মীর কাশেম, শফিউল আলম, জাকির হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবু তাহের মাস্টার, শফিউজ্জামান, আবদুর রশিদ মেম্বার, সাফায়েত ইসলাম সাবাল, এম. ইলিয়াছ আলী, গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, আমাদের এই শান্তিপ্রিয় উপজেলায় কোনো সহিংসতা, ভাঙচুর, বা চাঁদাবাজি যেন না ঘটে। পুলিশ ভাইদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরে, সকলের অংশগ্রহণে একটি সম্প্রীত মিছিল বের হয়, যা পৌরসদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।