প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় হাটহাজারীতে বিএনপি ও অঙ্গ সংগঠন ও জামায়াত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার ডাক বাংলো চত্তরে বিএনপি নেতা শুক্কুর মেম্বারের অনুসারী ও প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা জমায়েত হন।
পরে জমায়েত বিএনপি নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও বিজয় মিছিল শেষে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি আনন্দ মিছিলে সাধারণ লোকজন লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে। সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, এটা জনতার বিজয় আপনারা সকলে শান্ত থাকুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন বিকালের দিকে পৌরসভাসদরে জামাত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দরাও একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলো চত্তরে গিয়ে শেষ হয়।
এছাড়া সোমবার বিকালে ও রাতে হাটহাজারী উপজেলা পরিষদ ভবন,উপজেলা মিলনায়তনের গ্লাস, মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাব রক্ষন অফিস, বিআরডিবি অফিস, মেখল ইউনিয়ন পরিষদ গেটের নাম ফলক, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ ভবন, মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকায় আ.লীগ ছাত্রলীগ নেতাদের অফিস, বাড়ি ঘর, ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট মন্দাকিনী এলাকার ছাত্রলীগ নেতা মাসুদ, মামুনসহ বিভিন্ন এলাকায় আ.লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ি ঘরে দুর্বৃত্ত কর্তৃক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রসংগত, গত সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কিছু দুর্বৃত্ত থানার গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালালে পুলিশ আত্নরক্ষার্থে গুলি ও কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে হামলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের গুলিতে অন্তত তিনজন গুলিবিদ্ধসহ সিনাত (১৯), সিয়াম (১৬), নিহান (১৬), রশ্মি আক্তার (২৬), জাহাঙ্গীর (২০), জামাল (৫০) সহ মোট ছয়জন গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি চালক জামাল এবং পথচারী সিয়াম, সিনাত সহ তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ার তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।