হাটহাজারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন। বিশ্ব পরিবার পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল অফিসার (এম সি এইচ এফ পি) ডাঃ মুমতাহিনা আলম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার মজুমদার, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, ফতেহপুর ইউ পির প্যানেল চেয়ারম্যান মুছা আলম সিদ্দিকী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ আলী চৌধুরী, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর মোহাম্মদ আবদুল্লাহ, পরিবার কল্যান পরিদর্শিকা লিপি দাশগুপ্তা, খুশী ত্রিপুরা প্রমূখ।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ এ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন অঞ্জু চৌধুরী, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা লিপি দাশ গুপ্তা , শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: হাসান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলী চৌধুরী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র -ফতেপুর এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ – ফতেপুর ইউনিয়ন পরিষদ। পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সন্মাননা তুলে দেন উপস্থিত অতিথিবুন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মোহাম্মদ আলী চৌধুরী, শেলী দত্ত ও পুস্পা বড়ুয়া।