“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই” প্রতিপ্রাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে পৌরসভার খেলোয়াড় সমিতির সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এড.আবদুল মালেকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল, সমাজসেবক জসিম উদ্দিন বাবুল, শিক্ষক নুরুল আবছার।
সভাপতির বক্তব্যে এড.আবদুল মালেক সকলকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইয়াছিন সেলিম,আবদুল মান্নান দৌলত, সাংবাদিক মো.হোসেন, মো.আলাউদ্দীন, মো.পারভেজ, কে এম ইউসুফ। অন্যান্যদের মধ্যে, ফারুক মিয়া, মো.ওসমান, মো.আলী আকবর, মো.আবুল কালাম, মো.মামুন, মাসুদ জিনানী, মো.মফিজ, মো.মহিবুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে কলেজ রোড় থেকে সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। #
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















