হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম (৭৫) প্রকাশ এলএমজি মাহবুব ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷
জানা যায়, উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই ৬নং ওয়ার্ড গার্জিয়ান পাড়ার বাসিন্দা মাহবুব আলম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন গভীরভাবে শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে একইদিন বাদে আসর মরহুমের নিজ গ্রামের গার্জিয়ান পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে রাষ্ট্রিয় সম্মান গার্ড অব অনারের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।