হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নস্থ কামদর আলী চৌধুরী হাট বাজারের ব্রিজের পশ্চিম পাশের গাইর্ডওয়াল ভেঙ্গে যাওয়া স্থানটি পরিদর্শন করেছেন এলজিইডি অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
মঙ্গলবার (১৯ অগাস্ট) দুপুরের দিকে তারা উল্লেখিত স্থানটি পরিদর্শন করেন।
জানা যায়, গত সোমবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নস্থ কামদর আলী চৌধুরীহাট বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের গাইড ওয়ালটি হঠাৎ করে ভেঙ্গে যায়। যার কারনে ওই ব্রীজ দিয়ে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিষয়টি জেনে তারা স্থানটি পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ব্রীজের পাশের ভেঙ্গে যাওয়া অংশটি সংস্কারের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডি, চট্টগ্রাম অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী এ বি এম নাজমুল করিম, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো.হাসান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রায়হান ইবনে মুজিব, হাটহাজারী প্রেস ক্লাব এর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. টিপু, আলমগীর সওদাগর, আবু তাহের, আবু তৈয়ব বাদল, কামরুল, এসকান্দর মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।