হাটহাজারী উপজেলার ১০ নাম্বার উত্তর মাদার্শা এলাকা থেকে মহিষ চোরের ঘটনায় মহিষ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার ৪ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরের চান্দগাঁ এলাকার মৃত আবু জাফরের পুত্র মো. নাছির ড্রাইভার (৩৫), মোস্তফার পুত্র মো. ইবরাহিম (৩৫), বাকলিয়া এলাকার শাহ আলমের পুত্র মো. শামসুল হক সবুজ (২২), আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার নুরুল আবছার কসাই (৫৫) ও ইয়াছিন আরফান (২২)। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় দন্ড বিধির ৩৭৯ ধারায় পেনাল কোড মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার -০৫, তারিখ- ০৪/০১/২৩ ইং। তবে কোনো মহিষ উদ্ধার করা সম্ভব হয়নি।
থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২ ও ৩ জানুয়ারি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকা থেকে মহিষ চোরের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কসাইও রয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।